ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার হুলিয়া এবং হয়রানি বন্ধ ও সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়।
শনিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বকশিবাজার সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজের গেটে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, জহির উদ্দিন আহমেদ, এইচ এম আবু জাফর, খোরশেদ আলম সোহেল, শাজাহান শাওন, সজীব মজুমদার, জিহাদুল ইসলাম রঞ্জু,শরীফ প্রধান, বায়েজিদ হোসাইন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় উপনীত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। আমরা যেকোনো মূল্য নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো।