সন্ধান মিলল ভোলায় ভেসে আসা পাথরবাহী বিদেশি জাহাজের

ভোলার মনপুরা উপজেলার চরনিজাম সংলগ্ন সাগর মোহনায় ভেসে আসা জলজানটি মূলত বার্জ। বার্জটি ভারতের ‘এ জেড কিং দাউ’ নামের একটি জাহাজের বার্জ। বার্জটির নাম আলকুবতান। এ তথ্য নিশ্চিত করেছেন চর মানিকা কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক। এটি দেখতে ফেরির মতো। চারপাশে দিয়ে লোহার ঘের দেওয়া। মধ্যে রয়েছে পাথর ভাঙার যন্ত্র।

খবর পেয়ে শুক্রবার (১৫ জুলাই) চর মানিকা কোর্ষ্ট গার্ডের একটি টিম বার্জটি চরফ্যাসন উপজেলার উপকূলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে।

চর মানিকা কোষ্ট গার্ডের কমান্ডার কন্টিনজেন্ট এনামুল হক জানান, ভারতের কাকিনাদা পোর্ট থেকে মালামাল নিয়ে জাহাজটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে বৈরী আবহাওয়া কবলে পড়ে জাহাজটি। এরপর বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায়। বার্জটিতে ১৩ হাজার মেট্রিক টন পাথর, একটি এক্সকেভেটর (ভেকু) মেশিন ও একটি পাথর ভাঙার মেশিনসহ বেশকিছু সরঞ্জামাদি রয়েছে।

উল্লেখ, গত ১৩ জুলাই বার্জটি ভোলার মনপুরা উপজেলার চর নিজাম এলাকার সাগর মোহনায় ভেসে আসে। এরপর স্থানীয় জেলেরা বিষয়টি উপজেলা প্রশাসন ও কোষ্টগার্ড দক্ষিণ জোনকে বিষয়টি অবগত করেন।