কবে তাপমাত্রা কমবে জানাল আবহাওয়া অফিস

রাজশাহী, পঞ্চগড়, নীলফামারী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এ প্রবাহ আরো দুই থেকে তিন দিন থাকতে পারে। তবে ১৬ জুলাইয়ের পর তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিস থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মূলত বায়ুমণ্ডলে জলীবাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং বৃষ্টি না হওয়ায় স্বাভাবিকের তুলনায় গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে।

পূর্বাভাসে জানানো হয়, বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় ১৬ জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি বিভাগগুলোর কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে আসবে।

এদিকে, গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীসহ দেশের মানুষ। ঈদের ছুটিতে ঘুরতে বা প্রয়োজনে বেরিয়ে তারা পড়েছেন ভোগান্তিতে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।