গরু কাটতে গিয়ে পাঁচ ঘণ্টায় হাসপাতালে ৯১

ঈদের দিনে কোরবানির গরু কাটতে গিয়ে হাত-পা ও মাথা কেটে এবং গরুর গুঁতোয় আহত ৯১ জন চিকিৎসা নেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের বেশিরভাগ এসেছে বংশাল, ওয়ারী, লালবাগ, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, রামপুরা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, চানখাঁরপুল, চকবাজার থেকে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে নিয়ে বেলা ২টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সূত্র এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে গরুর সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন ৯ জন।

আমি ১৫ বছর ধইরা কসাইয়ের কাজ করেন টুকু মিয়া। তিনি ওয়ারী থেকে এসেছেন। তিনি বলেন, ওয়ারীর র‍্যাঙ্কিং স্ট্রিট এলাকায় একটি বাসায় গরু জবাইয়ের সময় সেটি লাফিয়ে উঠে তার শরীরে আঘাত করে। তিনি ছিটকে পড়ে দেয়ালে আঘাত পান। এতে তার মাথা এবং শরীরে ব্যথা লাগে।

আহতদের কাউকে ভর্তি হতে হয়নি। বেশিরভাগ লোকেরই হাত কাটা, পা কাটা, আঙুল কাটা, গাল কাটা।

ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলাউদ্দিন আহমেদ বলেন, ‘রোগী অনেক এসেছে। তবে গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আহতদের অনেকেই চলে গেছে এবং বাকিরাও চলে যাবে। এদেরকে ভর্তি রাখার মতো না।