পড়শীর মুখে অস্ত্রোপচার, সেলাই পড়েছে তিনটি

ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে তার মুখে অস্ত্রোপচার হয়েছে।
বর্তমানে তিনি বাসায়ই বিশ্রামে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পীর মা।

পড়শীর মা বলেন, আমার মেয়ে ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল। তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন সে পুরোপুরি বিশ্রামে।

পড়শীর মা সবার কাছে দোয়া চেয়েছেন। যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি আবারো কাজে ফিরতে পারেন। তিনি জানান, এখন খুব ধীরে ধীরে কথা বলতে পারছে পড়শী।

গানের বাইরে অভিনয়েও নিয়মিত এই শিল্পী। এবার ঈদে আসছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। যার নাম ‘শাদী মোবারক’। ফারহানের বিপরীতে এতে অভিনয় করেছেন এই গায়িকা।