কোথায় কখন ঈদের জামাত

আগামীকাল সারাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী থাকলে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল সাড়ে আটটায়।

রাজধানী ও দেশের বিভাগীয় শহরগুলোতে কোথায় কখন ঈদের জামাত:

ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান। তিনি মসজিদটির সাবেক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. আব্দুল হাদী।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. জহিরুল ইসলাম।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. রুহুল আমিন।

৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয়টি হবে সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুর ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৭টায় বুয়েটের খেলার মাঠে ঈদ জামাত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

ধানমন্ডির এলিফ্যান্ট রোডের তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৮টায়, ধানমন্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায়, ঈদগাহ মাঠ মসজিদে ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে। তাকওয়া মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী।

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টায়, সকাল সাড়ে ৭টায় এবং ৯টায় হবে তিনটি ঈদ জামাত। বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদ সকাল সোয়া ৭টায়, এফ ব্লকের জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদ সকাল ৮টায়, এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় হবে ঈদের জামাত।

দারুস সালামের মাতবর বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সকাল ৯টায় দুটি জামাত হবে। মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লাহ ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

চট্টগ্রাম

প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে। নগরীর ঐতিহ্যবাহী এ মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায়।

অন্যদিকে লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়াও নগরীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত হবে নগরের বান্দরোডস্থ কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। এখানে সকাল ৭টায় জামাত হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর সভাপতি মাওলানা আব্দুল মান্নান।

প্রধান ঈদের জামাত ব্যতীত নগরের অন্যতম জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে দুটি করে জামাত হবে। দুটি মসজিদে প্রথম জামাত সকাল আটটা ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, নগরে সাড়ে ৫০০ মসজিদ রয়েছে। সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু করে সাড়ে ৮টার মধ্যে বেশিরভাগ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, বড় মসজিদে প্রথম জামাত সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সাড়ে নয়টায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে আটটায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পলিটেকনিক মাঠে সকাল ৯টায়, আবহাওয়া খারাপ থাকলে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়াও কেন্দ্রীয় মার্কাজ মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, ভাটিকাশর জামে মসজিদে সকাল ৯টায়, বলাশপুর জামে মসজিদে সকাল ৯টায় শিকারীকান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার আরও ৭৩টি ঈদগাহ মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী

রাজশাহীতে এবার ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে।

আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (০৮ জুলাই) বিকেলে রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহঃ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

খুলনা

স্বাস্থ্যবিধি মেনে খুলনায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯ টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী বর্ণভী। আলীয়া মাদরাসা মাঠ : আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ আব্দুল হাকিম। কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

রংপুর

রংপুর সিটি করপোরেশন ও ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে বৈরী আবহাওয়া দেখা দিলে কালেক্টরেট ঈদগাহ মাঠের পরিবর্তে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও ঈদের দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সূত্র : ঢাকাটাইমস