কুরবানির ছাগল কিনলেন বিদ্যা সিনহা মিম

গত কয়েক বছর ধরে পশু কুরবানি দিচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নিজের বাড়ির দুজন মুসলিম গৃহকর্মী ও গাড়িচালকের জন্য কুরবানি দিয়ে থাকেন এ চিত্রনায়িকা। তার বাড়ির এই তিন বিশ্বস্ত সহযোগী গত ১১ বছর ধরেই কাজ করছেন। ঈদের দিন তাদের মুখে হাসি ফোঁটাতে কুরবানির জন্য ছাগল উপহার দেন মিম।

সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখলেন দুই পর্দার জনপ্রিয় এ তারকা। গতবারের মতো এবার একটি ছাগল কিনেছেন মিম। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কুরবানি দেওয়া হবে।

ঈদের আগের দিন (শনিবার) নিজের ভেরিফায়েড ফেসবুকে সেই ছাগলের ছবি আপলোড করেছেন মিম। ক্যাপশনে ঈদুল আজহা নিয়ে লিখেছেন আবেগঘন বার্তা। মুসলিম সম্প্রদায়কে ঈদ মুবারক জানিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোট বেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবে না তা কি করে হয়! ঈদের সেই আয়োজনটা করতে এখনো ভালো লাগে। বলা যায় অভ্যাস। আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসাথে কাল ঈদ পালন করব পশু কোরবানির মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার পরাণে। সবাইকে ঈদ মোবারক।❤️’