বলিউডের সবচেয়ে দামি ছবিতে দুই খান

৬০০ কোটি রুপি বাজেটে আদিত্য চোপড়া নির্মাণ করবেন নতুন ‘স্পাই ইউনিভার্স’ সিরিজ। ভারতের সবচেয়ে বড় বাজেটের অ্যাকশনধর্মী এই ছবির প্রথম কিস্তিতে বলিউডের তিন সুপারস্টার ‘খান’-এর দুজনই থাকবেন—শাহরুখ খান ও সালমান খান। জানা গেছে, দুই খানকে পারিশ্রমিক হিসেবেই দিতে হবে ২৫০ কোটি রুপি। বাকি অর্থ ব্যয় হবে প্রযুক্তির পেছনে।

এখন চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। দুই খানের মুখে মানানসই সংলাপ লেখার পেছনে বাড়তি নজর রাখছেন নির্মাতা। শুটিং হবে ২০২৪ সালের শুরুর দিকে। দুই বন্ধুর কাছ থেকে শুটিংয়ের শিডিউল এখনই নিয়ে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। ১৯৯৫ সালে রাকেশ রোশনের ‘করণ অর্জুন’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ-সালমান। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়েছিল।

ছয় বছর পর ২০০১ সালে দুজনকে একসঙ্গে পাওয়া গেল ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ। দুই খানের সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত, তবু ছবিটি মন গলাতে পারেনি ভক্তদের। পরে দুই বন্ধু একে অন্যের ছবিতে অতিথি হয়ে এসেছেন বেশ কয়েকবার। এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হার দিল জো পেয়ার করে গা’, ‘ওম শান্তি ওম’, ‘বীর’, ‘টিউবলাইট’ ও ‘জিরো’। সামনে মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’,

এখানেও অতিথি সালমান খান, আবার সালমান খানের ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তিতেও থাকবেন শাহরুখ খান। ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর ২১ বছর পর দুই খানকে পূর্ণাঙ্গরূপে পাওয়া যাবে আদিত্য চোপড়ার স্বপ্নের এই প্রজেক্টে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দুই সুপারস্টারকে বড় পর্দায় একসঙ্গে পাওয়ার খবরে ভীষণ উত্তেজিত দুই তারকার ভক্তরা।

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, বলিউডে ক্যারিয়ার গড়ার শুরুতে মুম্বাইয়ে সালমান খানের বাড়িতেই উঠেছিলেন তিনি। তখন থেকেই দুই খানের বন্ধুত্ব। একের জন্য অন্যের টান বরাবরই দেখতে পেয়েছে ভক্তরা। তবে ২০০৩ সালে ‘চলতে চলতে’ ছবির শুটিংয়ে ঝামেলা বাঁধিয়েছিলেন সালমান খান। সাল্লু ভাইয়ের তৎকালীন প্রেমিকা ঐশ্বরিয়া রাই ছিলেন শাহরুখ প্রযোজিত ছবিটির নায়িকা। অর্ধেক শুটিং করার পর ছবিটি ছেড়ে আসতে বাধ্য হন অ্যাশ, পরে রানি মুখার্জি করেছিলেন ছবিটি। সেই ঘটনার পর দীর্ঘদিন কথা বলেননি দুই খান।

তবে কখনো গণমাধ্যমে একে অন্যের বিরুদ্ধে বলেননি। বরং একে অন্যকে তখনো ‘ভাই’ বলে সম্বোধন করেছেন গণমাধ্যমে। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফের দুই খান বন্ধু বনে যান। সেই বন্ধুত্ব এখনো অটুট। দেখা যাক, দুই বন্ধু মিলে ভারতের সবচেয়ে বড় বাজেটের ছবিটিকে কতটা সফল করে তুলতে পারেন।