সৌদি পৌঁছেছেন ৫৮১১৮ হজযাত্রী, আজ শেষ ফ্লাইট

পবিত্র হজ পালনে গত ৩১ দিনে ১৬০টি ফ্লাইটে ৫৮ হাজার ১১৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সৌদিতে যাওয়ার ফ্লাইট শেষ হচ্ছে।
মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়েছে, সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন রয়েছেন। ১৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাস পরিচালিত ১২টি ফ্লাইট রয়েছে।

এদিকে সৌদি আরবে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ আটজন ও নারী চারজন। সবশেষ মারা যাওয়া হাজীর নাম মো. খয়বর হোসেন (৫৫)। তার বাড়ি রংপুরে। খয়বর হোসেনের পাসপোর্ট নম্বর- EF0156162।

সৌদিতে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৮৮৫ জন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।