ট্রাক্টরচাপায় প্রাণ গেল মেধাবী ছাত্রের

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বালুভর্তি ট্রাক্টরচাপায় বাইসাইকেল আরোহী মো. আলামিন হোসেন লিখন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনাগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার দর্শনা পৌরসভার তালবাগান এলাকার মো. আশরাফুল হকের ছেলে ও মেমনাগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার রোল নম্বর ছিল ১।

স্থানীয়রা ট্রাক্টরটি আটকে দিলে ঘাতক চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল আলামিন। এ সময় রামরাগর রাহাত ডেকোরেটরের সামনে পৌঁছলে তার সাইকেলের চেইন পড়ে যায়। তখন সে সাইকেল থেকে নেমে চেইন তুলছিল।

এ সময় দর্শনার দিক থেকে দ্রুতগতিতে আসা দর্শনা এন্টারপ্রাইজ নামের একটি বালুভর্তি ট্রাক্টর তাকে চাপা দিয়ে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলে সে নিহত হয়।