ফরিদপুরে সরকারি স্কুলসহ ১১ দোকানে আগুন

ফরিদপুরের ভাঙ্গা বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ও ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে ভাঙ্গা ফায়ার সার্ভিসসহ ৩টি ইউনিট কাজ করে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথম শাহিনের ইলেকট্রনিক দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের আংশিকসহ ২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এরপর শনিবার ভোর সাড়ে ৫টার সময়ে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। ততক্ষণে ৮টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়। তবে সেখানকার বেশিরভাগই ফল ও মিষ্টির দোকান পুড়ে গেছে। সত্তারের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২টি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।