পদ্মা সেতু দেখতে গিয়ে শিশু নাসিমের মৃত্যু

পদ্মা সেতু দেখতে চাচাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গোসলের সময় নদীতে ডুবে মারা গেছে ঢাকার ডেমরার পাঁচ বছরের শিশু নাসিম। এদিকে, সেতুর উদ্বোধন দেখে ঢাকা যাওয়ার পথে ট্রলার উলটে নিখোঁজ রয়েছেন চরফ্যাশনের কলেজছাত্র তামিম।

জানা গেছে, উদ্বোধন উপলক্ষ্যে পদ্মা সেতুসংলগ্ন হলুদিয়া গ্রামে ওই বাড়িতে শুক্রবার বাবা বাবুল, চাচা কবির ও ভাই নাফিসের সঙ্গে বেড়াতে যায় নাসিম। শনিবার দুপুরে গ্রামসংলগ্ন পদ্মা নদীতে বাবা বাবুল তার দুই ছেলে ও আত্মীয়ের ৩-৪ শিশুকে নিয়ে গোসল করতে নামেন।
এ সময় বাবার হাত থেকে ছুটে গিয়ে নাসিম ডুবে যায়। এ ঘটনার অন্তত ১৫ মিনিট পরে নদী থেকে তার লাশ উদ্ধার করেন বাবা। সন্তান হারিয়ে শোকার্ত বাবুল জানান, কিভাবে যে আমার হাত থেকে নাসিম ছুটে গেল টেরই পেলাম না। এ কষ্ট কিভাবে সইব! আমি নিজেকে ক্ষমা করতে পারছি না।

এদিকে, ভোলার চরফ্যাশন ছাত্রলীগের সভাপতিসহ চারজন পদ্মা সেতুর উদ্বোধন শেষে ঢাকা যাওয়ার পথে ট্রলার উলটে নিখোঁজ হলে তিনজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ কলেজছাত্র তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

নিটকাত্মীয়ের মৃত্যু সংবাদে ঢাকায় যাচ্ছিলেন তারা। উদ্ধার হওয়া তিনজন হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহদি সোহাগসহ মামুন ও শরিফ। তামিমকে উদ্ধারের কাজ চলছে। তার নিখোঁজের সংবাদে দুঃখ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন পৌরমেয়র এইচএম মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।