পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গুরুত্বের সঙ্গে এই খবর দেশের সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে রবিবার দেখা গেল সেই নির্দেশনাকে তোয়াক্কা করছেন না অনেকেই। শুধু গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছবিই নয়, অনেকে দাঁড়িয়ে টিকটক শুরু করে দিয়েছেন।
এ বিষয়ে শিবচর প্রতিনিধি বলছেন, ‘বিষয়গুলো ঠেকাতে কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে কাজ শুরু করেছে। ’
রবিবার সকালে বেসরকারি একটি টেলিভিশন লাইভ টেলিক্যাস্ট করতে থাকে। সেই লাইভেই দেখা যায়, সেতুতে গাড়ি থামিয়ে অনেকেই ছবি তুলছেন। শুধু তাই নয়, কয়েকজন নারীকে দেখা গেল তারা টিকটক করছেন।
অথচ নির্দেশনায় শুধু ছবি তোলাই নয়, গাড়ি দাঁড় করে, নামা যাবে না, হাঁটা চলাফেরা করে যাবে না সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভিডিওর অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
পদ্মা সেতু উদ্বোধনের পূর্বেই বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল ছবি দাঁড়িয়ে তোলা যাবে না।