টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি

টাঙ্গাইলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে চলছে। ফলে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যেই এ জেলার ছয়টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১১৪টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে- টাঙ্গাইল সদর উপজেলা, কালিহাতী, ভুঞাপুর, গোপালপুরের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বাসাইল উপজেলার নিম্নাঞ্চলের কিছু গ্রামে পানি প্রবেশ করেছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বিশুদ্ধ পানির অভার, গো-খাদ্যের সংকট এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ না থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। দেখা দিচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ। সকল নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ি, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা। পানি বন্ধি হয়ে পড়ছে হাজারো মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইলসহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন নিমাঞ্চল প্লাবিত হচ্ছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে