মদের টাকা না পেয়ে মায়ের পা ভেঙে দিল ছেলে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে পিটিয়ে বৃদ্ধা মায়ের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মদ্যপ ছেলের বিরুদ্ধে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃদ্ধার প্রতিবন্ধী মেয়ে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শতবর্ষী সোলেমান নেছার ছেলে মোতালেব হোসেন পাংকু (৫০) সোমবার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। কিন্তু নেশার টাকা না পেলে পিটিয়ে বৃদ্ধা মায়ের বাম পা ভেঙে দেন। এ সময় তার পিটুনিতে আহত হন প্রতিবন্ধী বোন জামেলা খাতুন (৪৫)।

জানা গেছে, পাংকু চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্ত একসময় তিনি মদ ও ইয়াবায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকা না পেয়ে নেশাগ্রস্ত পাংকু তার মাকে মাঝে মধ্যেই মারধর করতেন। বৃদ্ধা সোলেমান নেছা প্রতিবন্ধী মেয়ে নিয়ে থাকেন। তবে পাংকুসহ চারজন ছেলে সন্তান রয়েছে তার।

এ বিষয়ে জানতে চাইলে সোলেমান নেছা বলেন, আমি গরীর মানুষ। টাকা পামু কই? টাকা না দিলেই পাংকু আমারে মারধর করে। আমার ভাঙা পায়ের চিকিৎসা কেমনে হবে বলেই বিলাপে বাতাস ভারী করে তোলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান জানান, বৃদ্ধার বাম পা ভেঙে গেছে। আজ মঙ্গলবার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আরো চিকিৎসা দরকার।

ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পাংকু পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।