আবার হবে ‘কেয়ামত থেকে কেয়ামত’

১৯৯৩ সালের ২০ মার্চ মুক্তি পেয়েছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই ছবির মাধ্যমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে সালমান শাহ ও মৌসুমীর। দারুণ জনপ্রিয়তা পাওয়া ছবিটি আবারও নির্মাণ করতে যাচ্ছেন সোহান। তবে তার আগে খুঁজছেন নতুন মুখ।

প্রযোজককে শর্ত দিয়েছেন পছন্দসই পাত্র-পাত্রী হলে তবে শুরু করবেন ছবি। সোহান বলেন, ‘আমি আগেও বেশ কয়েকজন প্রযোজকের কাছ থেকে ছবিটি পুনরায় নির্মাণের প্রস্তাব পেয়েছিলাম।

তবে রাজি হইনি নায়ক-নায়িকা না পাওয়ার জন্য। সালমান বা মৌসুমীর মতো লুক ও অভিনয় জানা দুজন ছেলে-মেয়েকে খুঁজছি অনেক দিন ধরে। এর মধ্যে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে।

তাদের কেউ অভিনয় জানলে চেহারা নেই, আবার চেহারা ভালো হলে অভিনয় পারে না। আগামী বছর ছবিটির তিন দশক পূর্তি। আশা আছে আগামী বছরের ২০ মার্চ ছবিটির মহরত করার। তার আগেই দুজন পাত্র-পাত্রী বাছাই করব।’

উল্লেখ্য, ‘কেয়ামত থেকে কেয়ামত’ আমির খান ও জুহি চাওলা অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির রিমেক ছিল।