দেশের করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। সাড়ে তিন মাস পর গত এক দিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন তিন শতাধিক মানুষ। এতে শনাক্তের হার এক লাফে পাঁচের ওপরে চলে গেছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৫৭ জন, যাতে শনাক্তের হার ৫.৭৬ শতাংশ। বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৬ হাজার ২০০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৩৫৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৭৬ শতাংশ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার পাঁচের নিচে নামে।
সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫ শতাংশ। এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার শূন্য দশমিক ২০ শতাংশেরও নিচে নেমে আসে। তবে জুনের প্রথম দিকে থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৩৫৭ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীর ৩২৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।
একইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না থাকার ফলে দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। অন্যদিকে একইসময়ে আরও ১১৪ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।