ভোটের ফল শুনে ফিরছিলেন বাসায়, দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল শুনে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় মোহাম্মদ ফয়সাল (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক হামিদ (২১) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের মোহাব্বতপুর কাবিল মুন্সি বাড়ির আলী হোসেনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ জুন অনুষ্ঠিত মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করেন ফয়সাল ও হামিদ। এ কারণে ভোটের ফলাফল ঘোষণা শেষে রাত সাড়ে ১১টায় মোটরসাইকেল যোগে চৌরাস্তায় যাচ্ছিলেন তারা। এ সময় দুর্ঘটনায় ফয়সাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হামিদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেননি কেউই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ‌‘আমরা দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশকে খবর দেই। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের লাশ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’