সানী-জায়েদ দ্বন্দ্বে মৌসুমীকে তুলোধুনা করলেন নির্মাতা ঝন্টু

স্বামীর বিপক্ষে গিয়ে গণমাধ্যমে অডিও বার্তা পাঠানোয় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে সমালোচিত হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। তিনি জায়েদ খানের পক্ষ নিয়ে তাকে ‘ভালো ছেলে’ তকমা দিয়েছেন। এ ঘটনায় এবার মৌসুমীকে তুলোধুনা করলেন বরেণ্য চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। মৌসুমীর মুখে জায়েদের প্রশংসা তার মোটেই ভালো লাগেনি।

প্রবীণ এই চলচ্চিত্রকার বলেছেন, ‘মৌসুমীকে নিয়ে কী বলব, নিজেই আসলে বুঝে উঠতে পারছি না।’ নায়িকার উদ্দেশ্যে ঝন্টুর প্রশ্ন, ‘জায়েদ খানের সঙ্গে ওর কিসের বন্ধুত্ব। দেশে বন্ধুত্ব করার মতো নায়কের কি অভাব পড়ে গেছে? সারাদেশের মানুষ মৌসুমীকে এক নামে চেনে, জানে ও সম্মান করে। তার তো সেদিকটা ভাবা উচিত। আমি আসলে হতাশ।’

পাশাপাশি ওমর সানীকেও কড়া ভাষা বলতে ছাড়েননি অসংখ্য সিনেমার এই চিত্রনাট্যকার। তিনি বলেন, ওমর সানীর বিচার আগে হওয়া উচিত। কারণ সে স্বামী। কেন সে স্ত্রীকে শাসনে রাখতে পারে না? কেন তার অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলবে? ওরা প্রেম করে বিয়ে করেছেন। ওদের ছেলে ফারদিনও বিয়ে করেছে। খুব শিগগির ঘরে নাতি বা নাতনি আসবে। এখন এসব কী!’

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ছিল অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধণা। চলচ্চিত্রের অনেক তারকাই ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। গিয়েছিলেন ওমর সানী এবং জায়েদ খানও। মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে সেখানেই জায়েদ খানকে সবার সামনে চড় মেরে বসেন ওমর সানী। এরপর জায়েদ খান নাকি কোমর থেকে পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন।

এ ঘটনার এক দিন পর জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন ওমর সানী। তাকে সমিতি থেকে বহিষ্কারের দাবি তোলেন। অভিনেতা বলেন, ‘জায়েদ খানের মতো একজন অস্ত্রধারী সমিতির সদস্য থাকতে পারে না।’

তবে এ ঘটনায় স্বামীর বিপক্ষে গিয়ে জায়েদ খানের পক্ষে কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি সোমবার গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় জানান, জায়েদ খান তাকে কোনো ভাবে বিরক্ত বা অসম্মান করেননি। বরং তাকে বড় বোনের মতো সম্মান করেন। জায়েদ খানকে ভালো ছেলে উল্লেখ করে মৌসুমী বলেন, ওমর সানী মিথ্যাচার করছেন। এছাড়া স্বামীকে ভাই বলেও সম্মোধন করেন ‘প্রিয়দর্শিনী’।

তবে বাবার পক্ষ নিয়ে ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন গণমাধ্যমে দাবি করেছেন, ‘জায়েদ খান শুধু আম্মুকে না, চলচ্চিত্রের অনেককেই বিরক্ত করে। এই বিষয়গুলো আমি জানি। জায়েদ খান আমার ব্যবসায়েরও ক্ষতি করার চেষ্টা করেছেন।’ পাশাপাশি জায়েদ খানকে রাস্তার ব্যাঙের সঙ্গে তুলনা করে ফারদিন বলেন, ‘তাকে নিয়ে ভাববার সময় নেই।’

সূত্র : ঢাকাটাইমস