মা হারালেন কুদ্দুস বয়াতি

দেশীয় লোকগানের জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতির মা আমেনা খাতুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)। শনিবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজেই।

কুদ্দুস বয়াতি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার মা অসুস্থ ছিলেন। হাঁটতে পারতেন না। গত ছয় মাস ধরে একেবারে অচলাবস্থায় ছিল। আজ দুপুরে মা ইন্তেকাল করেন। সবার আমার মায়ের জন্য দোয়া করবেন।’

জানা গেছে, কুদ্দুস বয়াতির মা দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলেন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় বাড়িতেই ছিলেন।

কুদ্দুস বয়াতির বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে। সেখানেই পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হবে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, কুদ্দুস বয়াতিরা আট ভাইবোন। চার ভাই ও চার বোনের মধ্যে কুদ্দুস বয়াতি সবার বড়।