অনান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৮ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত জানিয়েছেন, অনলাইনে আবেদনের একদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে । ভিসার মেয়াদ হবে তিন মাস।
সাধারণত সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ৩০ দিন মেয়াদের ভিসা দেয়। এই সময়ের মধ্যে ওমরাহ পালন এবং মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণের কোনও অনুমতি ছিল না।