দুবছর পর ফের সৌদিতে, আবেগে কেঁদেই ফেললেন!

দুবছর পর আবারও সৌদি আরবে পা রেখেছেন বিদেশি হজযাত্রীরা। বিষয়টি হজযাত্রী ও হজের আয়োজক কর্তৃপক্ষ- উভয় পক্ষের জন্যই আবেগের বিষয়। তাই হাজীদের প্রথম ব্যাচকে যেমন আড়ম্বরের সাথে স্বাগত জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তেমনি আবেগে আনন্দাশ্রু ঝরিয়েছেন অনেক হজযাত্রী। খবর আরব নিউজ।

খবরে বলা হয়, কোভিড সংক্রমণের কারণে দুই বছর নিষিদ্ধ থাকার পর গতকাল প্রথমবারের মতো সৌদি আরব হজযাত্রীদের স্বাগত জানায়। এবারের প্রথম ব্যাচে আসেন ইন্দোনেশিয়ার হজযাত্রীরা। বিদেশি হজযাত্রীদের প্রথম এই ব্যাচে ছিলেন ৪০০ সদস্য। তাদেরকে ফুল, খেজুর এবং জমজমের পানির বোতল দিয়ে এবং রাসুলের (সা.) হিজরতের সেই ঐতিহাসিক সঙ্গীত গেয়ে, ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়।

অন্যদিকে, দীর্ঘদিন অপেক্ষার পর প্রিয় নবীর (সা.) দেশে পা রাখতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক হজযাত্রী। অনেকে আবেগে কেঁদে ফেলেন। গত দুই বছর করোনাভাইরাসের কারণে হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে ওই দুই বছর কেবল স্থানীয় কিছু ব্যক্তিদের নিয়েই হজের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব কর্তৃপক্ষ।

দুই বছর পর এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠায় বিধিনিষেধ তুলে নেয় সৌদি আরব। ঘোষণা দেয়, এ বছর মোট ১০ লাখ ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। তবে শর্ত দেয়, আবেদনকারীরা ৬৫ বছরের বেশি বয়সী হতে পারবেন না এবং তাদের অবশ্যই একটি বৈধ রেসিডেন্সি পারমিট থাকতে হবে।