চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেছে। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বন্দরের সাত নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে বন্দর এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে কনটেইনারটি দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার পর ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায়।
ধোঁয়া নির্গমনের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, দুপুরের দিকে একটি পুরনো কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত সেটি অন্য কনটেইনার থেকে পৃথক করা হয়। পরে ধোঁয়া নির্গমন বন্ধ করা হয়েছে। ওই কনটেইনারে অ্যাসিড থাকতে পারে বলে ধারণা করছেন বন্দর কর্মকর্তারা। তিনি আরও জানান, ‘ওই কনটেইনার হয়তো অ্যাসিড জাতীয় কিছু ছিল। এ কারণে ধোঁয়া বের হয়। কনটেইনারটি ২০১২ সালে আমদানি করা। ছাড় না হওয়ায় বন্দরে পড়ে আছে।’
এর আগে গত শনিবার(৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।