‘ভাই আমি শেষ, আমার লাশ বাড়িতে মাটি দিও’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছোট ভাই শাকিবকে খুঁজছেন বড় ভাই আব্দুল হান্নান। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর থেকে নিখোঁজ শাকিব। মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত শাকিবের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আব্দুল হান্নান। শাকিব নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের মৃত সফিউল আলমের ছেলে।

নিখোঁজ শাকিবের বড় ভাই আব্দুল হান্নান জানান, ঘটনার আগের তার ভাই শাকিব বিএম ডিপোর গাড়ীর ড্রাইভার আলীমের সাথে আসেন। আগুন লাগার পর তাকে ফোন করে জানান, ভাই আমি শেষ! আমাকে নিয়ে যাও। আমার লাশ বাড়িতে মাটি দিও।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪১। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।