মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের নাগরিক ঢাকার হাসপাতালে ভর্তি

মাঙ্কিপক্স সন্দেহে ৩২ বছর বয়সী তুরস্কের এক নাগরিককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ঢাকার সংক্রামক রোগ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। স্বাস্থ্য কর্মকর্তারা বিমানবন্দরে যাত্রী স্ক্রিনিংয়ের সময় তার মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণগুলো শনাক্ত করেছেন বলে জানা গেছে।

ইতিমধ্যে বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের ৭০০ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তবে বাংলাদেশে এখন পর্যন্ত কারো দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়নি।

মাঙ্কিপক্স এক বিরল রোগ। এটি গুটিবসন্তের সাথে সম্পর্কিত তবে তার থেকে কম তীব্র। মাঙ্কিপক্সের ফলে চামড়ায় ফুসকুড়ি হয়ে তা ছড়িয়ে পড়ে, জ্বর আসে, শরীর কাঁপুনি দেয় এবং ব্যথা হয়। এছাড়াও অন্যান্য লক্ষণও দেখা যায়।

রোগটি সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল। তবে, মে মাস থেকে তা ইউরোপে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় এবং তখন থেকে অন্যান্য দেশেও রোগটি ছড়িয়ে পড়তে থাকে।