অগ্নিকাণ্ডে দগ্ধ রোগী ঢাকায় এসে করোনা আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের ১৪ জনকে শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খালেদুর রহমান (৬০) নামে দগ্ধ এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর তাকে বার্ন ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আইউব হোসেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় খালেদুর রহমানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়। তিনি শঙ্কামুক্ত নন। তবে খালেদের করোনা শনাক্ত হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪১ জন। আহত হন ৪৫০ জন। এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।