ছাত্রকে কান ধরে উঠবস, তদন্তের মুখে শিক্ষক

ঢাকার ধামরাইয়ে ছাত্রকে কান ধরে উঠবস করিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার (৩১ মে) ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত শিক্ষকের নাম সালাউদ্দিন আহমেদ। তিনি উপজেলার হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের খন্ডকালীন শিক্ষক।

বৃহস্পতিবার (২ জুন) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উমর ফারুক।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি পারভেজ মোশাররফ নামে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে ৬৫ বার কান ধরে উঠবস করান ওই শিক্ষক। এ ছাড়াও আরও কয়েকজনকে তিনি ৯০-১০০ বারও উঠবস করিয়েছেন। পরে ওই শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন। এরপর ইউএনও এ ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক উমর ফারুক বলেন, আমরা অভিযোগের বিষয়ে তদন্ত করছি। দুটি শ্রেণীতে তিনি ক্লাস নিতেন। সকল শিক্ষার্থীরাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। প্রাথমিকভাবে ওই শিক্ষক নিজেও অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।

হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, অভিযোগ পেয়ে আপাতত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে পাঠদান থেকেও বিরত রাখা হয়েছে। এ ছাড়া আমরা জানতে পেরেছি, ওই শিক্ষকের কাছে যারা প্রাইভেট পড়েন না তারাই এমন নির্যাতনের শিকার হয়। সব শ্রেণীতেই সে এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিন বলেন- আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না।