বিদায় নিচ্ছে কালবৈশাখী

চলতি বছরের মতো দেশ থেকে বিদায় নিচ্ছে কালবৈশাখী। জুন মাস থেকেই শুরু হচ্ছে বর্ষাকাল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাস কালবৈশাখীর সময়।

এ সময়ের পরেও কালবৈশাখী হয়। তবে এবার সেই সম্ভাবনা খুবই কম। তিনি আরো বলেন, গতকালও বরিশাল-ভোলায় কালবৈশাখী ছিল। কিন্তু সেটা ছিল ঝোড়ো হাওয়া। এভাবেই বাকি তিন দিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই।

আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।