কলকাতায় রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে শনিবার (১৪ মে) অনুষ্ঠিত টেলিসিনে অ্যাওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে এ অ্যাওয়ার্ড পেয়েছেন তাসনিম আনিকা।
ওই আসরে টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকাদের পাশাপাশি বাংলাদেশ থেকে হাজির ছিলেন রুনা লায়লা, আলমগীর, মমতাজ, আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সোমনুর মনির কোনাল প্রমুখ। জমকালো এই অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা পেয়েছেন আলমগীর ও রুনা লায়লা।
নিজের পুরস্কার প্রাপ্তির পর কণ্ঠশিল্পী আনিকা বলেন, ‘ধন্যবাদ টেলি-সিনে অ্যাওয়ার্ড সোসাইটিকে এমন একটি সম্মাননায় ভূষিত করার জন্য। কারণ এটি ছিল আমার প্রথম প্লেব্যাক। বাংলাদেশ থেকে গিয়ে কলকাতায় দুই বাংলার কিংবদন্তি তারকাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করায় সত্যি আবেগে আপ্লুত হয়েছি।’
আনিকা আরও বলেন, ‘সংগীত জীবনের শুরু থেকেই ভালো কিছুর জন্য অপেক্ষা করেছি। সেই অপেক্ষার ফল এটি। সামনে হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে।’
গায়িকা বলেন, ‘আমার মতো একজন অতি সাধারণ শিল্পীকে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার দেওয়ায় আমি আনন্দিত, গর্বিত। এই পুরস্কার আমার অগ্রজ যারা আছেন তাদের সবাইকে উৎসর্গ করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আরও ভালো একজন শিল্পী হতে পারি। ভবিষ্যতে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি।’
আনিকা জানান, করোনা কারণে বিগত তিন বছরের টেলি সিনে অ্যাওয়ার্ড একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। তাই এবারের অনুষ্ঠান ঘিরে বেশ জমকালো আয়োজন ছিল। তিনি বলেন, ‘এবারের আসরে বাংলাদেশ থেকে ২০১৯ সালের জন্য সেরা প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আমি সম্মাননা পেয়েছি। আমার সঙ্গে ২০২০ ও ২০২১ সালের জন্য কোনাল এবং মমতাজ আপু সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন।’
প্রতিভাবান এই গায়িকা বলেন, ‘আমার প্রথম প্লেব্যাক ‘নোলক’ সিনেমায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান ও ইয়ামিন হক ববি। ‘জলে ভাসা ফুল’ গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এবং সংগীত পরিচালক ছিলেন হৃদয় খান। নোলক ছবির পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা এমন একটি ভালো কাজের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মঞ্চে হৃদয় খানের সঙ্গে গান করে প্রথম নজর কেড়েছিলেন আনিকা। পাশাপাশি গানে গানে দেশ-বিদেশে মঞ্চ মাতাচ্ছেন তিনি। স্টেজ শো আর টিভি প্রোগ্রাম নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সংগীতশিল্পী।
এরই মধ্যে প্রকাশ হয়েছে আনিকার বেশ কয়েকটি মৌলিক গান। সেগুলোর মধ্যে আছে ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’, ‘লুকোচুরি প্রেম’। বালামের সুর-সংগীতায়োজনে ‘খোলা আকাশ’। সবশেষে আনিকার কণ্ঠে এবং প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ড-এর ব্যানারে প্রকাশ পেয়েছে ‘পরান বন্ধু’ গানটি। যেটি বেশ প্রশংসা কুড়িয়েছে।