আরব আমিরাতের প্রেসিডেন্ট আর নেই

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। আজ শুক্রবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, তার মৃত্যুতে পতাকা অর্ধনমিত করে ৪০ দিনের সরকারী শোক পালন করা হবে এবং ফেডারেল ও স্থানীয় পর্যায়ে এবং বেসরকারী সেক্টরে মন্ত্রণালয় এবং সরকারী সংস্থাগুলো তিন দিন বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।

শেখ খলিফা বেশ কয়েক বছর ধরে অসুস্থতার সাথে লড়াই করছিলেন যে কারণে দৈনন্দিন বিষয়গুলোতে জড়িত থাকা বন্ধ করে দিয়েছিলেন।

তবে তার উত্তরসূরি কে হতে যাচ্ছেন তা নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেখ খলিফা ২০০৪ সালে তার বাবা এবং আবুধাবির প্রতিষ্ঠাতা শেখ জায়েদের স্থলাভিষিক্ত হন।