আমরা নিশ্চই আমাদের স্ত্রীকে অনেক ভালোবাসি। আর এটা বাসা উচিতও। স্ত্রীর প্রতি ভালবাসা আমাদের প্রিয় নবী (স) এর সুন্নত। আমাদের মাঝে অনেকে ভালোবেসে স্ত্রীকে নানা নামে ডেকেও থাকেন। হ্যাঁ এ্টা করতেই পারেন, আর এটাও কিন্তু সুন্নাহ।
তবে আমাদের অনেকে সোহাগ করে আবার কখনো বা হেয়ালি পনা করে নিজের স্ত্রীকে আপু বলে ডেকে থাকেন। কিন্তু এই ’আপু’ শব্দে স্ত্রীকে সম্বোধন করা কি ঠিক? যদি ঠিক না হয়- তাহলে তো আমাদের গুনাহ হচ্ছে। আসুন জেনে নেই স্ত্রীকে আপু বলার বিষয়ে ইসলামের বিধানে কি রয়েছে।
ভালোবাসার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক— স্ত্রীকে আপু বলে ডাকা উচিত নয়। আল্লাহর রাসুল (সা.) একজনকে এভাবে বলতে শুনে— তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২২১০)
তাই প্রত্যেকের উচিত— স্ত্রীকে এভাবে সম্বোধন না করা। আগে করে থাকলেও এখন থেকে এমন সম্বোধন থেকে বিরত থাকা। আর প্রসঙ্গত জেনে রাখা জরুরি যে, কেউ যদি তার স্ত্রীকে এভাবে সম্মোধন করেও ফেলে— তবে এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
তথ্যসূত্র : ফাতহুল কাদির : ৪/৯০-৯১; আল-বাহরুর রায়েক: ৪/৯৮; আদ্দুররুল মুখতার : ৩/৪৭; বাযলুল মাজহুদ : ১০/৩২২