রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় স্থানীয় এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। রোববার (৮ মে) ভোররাতে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়াঘাট এলাকার জেলেরা শনিবার (৭ মে) দিবাগত রাতে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন।
ভোররাতের দিকে তাদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে সকালে জেলেরা মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় বিক্রি করেন।
দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি ২৬ হাজার টাকায় কিনে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজারে বিক্রি করেছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমে যাওয়ার কারণে পদ্মা-যমুনার মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।