তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিই’কে সাময়িক বরখাস্ত করা সমীচীন হয়নি। রবিবার (৮ মে) তথ্যমন্ত্রী সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক। গতকালের ওয়ার্কিং কমিটি বৈঠক বিষয়ে দলের এই যুগ্ম সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন।
আরএসএফের মুক্ত গণমাধ্যম সূচক নিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পেছনে দিয়ে আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।
মুক্ত গণমাধ্যম সূচক নিয়ে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স-আরএসএফের প্রতিবেদন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পেছনে দিয়ে আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।