মিল্কিওয়েতে ‘অতীতের যে কোনো কিছু’ থেকে আলাদা অজ্ঞাত ঘূর্ণমান বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। রহস্যময় এ বস্তুটি আসলে কী, তা তারা এখনও নিশ্চিত করতে পারেননি।
ওই বস্তুটি প্রথম চিহ্নিত করেন অস্ট্রেলিয়ার একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা দেখেছেন, বস্তুটি থেকে ১৮ মিনিট ধরে বিপুল পরিমানে বেতার শক্তি নিঃসরণ করে যাচ্ছিল।
মহাবিশ্বে এমন অনেক বস্তু রয়েছে, যেগুলো থেকে শক্তি নিঃসরণ হতে দেখা যায়। কিন্তু এক মিনিটের বেশি সময় ধরে এমন শক্তি নিঃসরণের বিষয়টিকে খুবই বিরল বলে মানছেন তারা।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নতুন পদ্ধতি ব্যবহার করে একটি টেলিস্কোপের মাধ্যমে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে টাইরন ও-ডোহের্টি নামে কার্টিন ইউনিভার্সিটির এক ছাত্র প্রথমে বিষয়টি অবলোকন করেন।
তিনি বলেন, ‘আমরা যখন দেখছিলাম তখন এটা (ওই বস্তুটি) কয়েক ঘণ্টা ধরে বারবার দৃশ্যমান ও অদৃশ্য হচ্ছিল।’
তিনি বলেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত। বিষয়টি একজন জ্যোতির্বিদের জন্য খুবই ভুতুড়ে ব্যাপার; কারণ আমাদের জানা মতে মহাকালে এমন কোনো বস্তু এ ধরনের নেই, যেটি এ আচরণ করতে পারে।’