‘আয় খুকু আয়’ নামের সিনেমায় পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এই সিনেমায় দু’জন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
শনিবার (০৭ মে) প্রথমবার সিনেমাটির টাইটেল গান প্রকাশ হয়েছে। যেখানে প্রথমবার স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা গেছে প্রসেনজিৎ ও মিথিলাকে। শুধু তাই নয়, সদ্যোজাত মেয়েকে নিয়েও দেখা গেছে মিথিলাকে।
গানের ভিডিওতে আরও দেখা যায়, সাদামাটা লুকে স্নিগ্ধ মিথিলা। কখনো তিনি ছোট মেয়েকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তাকে দুলিয়েছেন দোলনায়। এই মেয়েকেই পরে একা হাতে বড় করবেন প্রসেনজিৎ। কেন এমনটি ঘটবে সেই গল্প গানের দৃশ্যে রহস্যই রেখে দিয়েছেন নির্মাতা। গানটি প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভাসছেন মিথিলা। দর্শকরা বলছেন, প্রসেনজিতের স্ত্রী হিসেবে দারুণ মানিয়েছে তাকে।
মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন মিথিলা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন।
আমি তার আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী। উল্লেখ্য, ‘আয় খুকু আয়’ সিনেমাটি নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে প্রসেনজিৎ ও মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ। এ সিনেমাটি আগামী ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে।