কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর খিলগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার ফাইটার ইকবাল হোসেন বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি জানান, আগুন নেভাতে ফায়ারফাইটারের তিনটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার (৭ মে) একটি কনটেইনারে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, ‘বর্তমানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে এবং আরেকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’
তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি