নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।শনিবার (৭ মে) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এসময় দুই বাসের যাত্রীদের মধ্যে আহত হয়েছেন অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় বনপাড়া হতে হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে ঢাকা হতে বনপাড়া গামী ন্যাশনাল পরিবহনের (ঢাকা মেট্রো ব -১৪-৮০২৯) চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপরীত দিক থেকে আসা সিয়াম স্পেশাল পরিবহনকে
(ঢাকা মেট্রো ব ১৪-৭০১০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। ন্যাশনাল পরিবহন গাজী অটো রাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঢাকা মেট্রো ট ১১-৯৭৭৯) ধাক্কা দিয়ে রাস্তা বাম পাশে নেমে যায়।
ঘটনাস্থলে বনপাড়া ফায়ার সার্ভিস,বনপাড়া হাইওয়ে থানা পুলিশ, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, বড়াইগ্রাম থানা, নাটোর থানা সহ সকল থানার অফিসার ফোর্স উপস্থিত হয়েছেন। উভয় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করছেন।