আবারও বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন শবনম ফারিয়া। তবে মডেল ও ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী শুভকাজ সেরেছেন পারিবারিকভাবেই। এরপর থেকে নীরবে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি।শুক্রবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ঢাকা পোস্ট।
সম্প্রতি ইনস্টাগ্রামে পারিবারিক আয়োজনে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন শবনম ফারিয়া। সেখানে এ অভিনেত্রীর নতুন স্বামীও ক্যামেরাবন্দি হন। যদিও শবনম ফারিয়া তার স্বামীর নাম-পরিচয় প্রকাশ করেননি।
মাস ছয়েক আগে থেকেই ইনস্টাগ্রামে এক বিশেষ ব্যক্তির তোলা ছবি শেয়ার করে আসছিলেন শবনম ফারিয়া। তবে তার নামের বদলে বানরের ইমোজি ব্যবহার করেন তিনি। পরবর্তীতে জানা গেল, সেই বানর ইমোজির মানুষটিই ফারিয়ার প্রেমিক এবং বর্তমান স্বামী।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সমুদ্র সৈকতে এক পুরুষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন শবনম ফারিয়া। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, “সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।”
এরপর থেকে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও ছবিটি পেছন দিক থেকে তোলা বলে শবনম ফারিয়ার পুরুষ সঙ্গীর মুখ দেখা যায়নি। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। তবে তাদের সংসার টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।