‘৩০ বছরের পুরান রাইডে তুইলা আমার রাব্বিরে মারছে’

আমার পোলা মরার পর শুনতেছি পার্কটার সব রাইড ৩০ বছরের পুরান। কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই। এর আগেও নাকি অনেক পোলাপাইন রাইড থেইকা পইড়া আহত হইছে। আগে জানলে কি আমার রাব্বির যাইতে দিতাম? বুধবার (৪ মে) বিকেলে এমন ভাবেই বিলাপ করছিলেন শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে পড়ে মারা যাওয়া শফিউল ইসলাম রাব্বির মা রুমি বেগম।

তিনি বলেন, ঈদের নামাজ শেষে আমার ছেলে বাসায় এসে বলে, আম্মা ঘুরতে যামু। ঘুরতে গিয়া আমার ছেলে আর ফিরল না। পুরান একটা রাইডে উঠাইছে, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। আর ওইখান থেকে পইড়া আমার পোলা মারা গেছে। মানুষজন বলতেছে পার্কের রাইডগুলা নাকি ৩০ বছরের বেশি পুরান। আমি যদি জানতাম, তাইলে কি আর পোলারে ঈদের দিন ঘর থেকে বাহির হইতে দিতাম। আমার পোলারে পুরান রাইডে তুইলা মাইরা ফেলছে।

রাব্বির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার চিন্তা করছে পরিবার। এমনটা জানিয়েছেন নিহতের চাচাতো বোন কাজল। তিনি বলেন, পার্কের রাইডগুলো ছিল পুরনো। আমরা এখন বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি। পার্ক কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ করে বলছে, রাব্বি নাকি ‘মোবাইলে সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে’। কিন্তু রাব্বির কাছে কোনো মোবাইলই ছিল না। কাজল বলেন, আমরা জানতে পেরেছি, রাব্বি যে রাইডটিতে উঠেছিল, সেটিতে কোনো সিট বেল্ট বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পার্ক কর্তৃপক্ষের দোষেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা কদমতলী থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করব।

রাব্বির পরিবারের বিষয়ে কাজল বলেন, রাব্বির বাবার নাম জয়নাল শেখ। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাব্বি সবার ছোট। রাব্বির বড় ভাই বিদেশে থাকেন। ছোট সন্তান হওয়ায় পরিবারের সবাই তাকে অনেক আদর করত। রাব্বির এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

পার্কের রাইডে কোনো সমস্যা নেই। রাইডগুলো ভালো রয়েছে বলে দাবি করেছেন ইকোপার্কটির প্রধান টেকনিশিয়ান আমজাদ হোসেন। তিনি বলেন, প্রতিদিন পার্ক খোলার আগে প্রতিটি রাইড পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলেই রাইডগুলো চালাতে অপারেটরদের দায়িত্ব দেওয়া হয়। এরপর পার্ক খোলা হয় সবার জন্য। গতকালের ঘটনার জন্য রাইড দায়ী নয়। আমাদের কোনো রাইডই ত্রুটিপূর্ণ নয়।

এদিকে রাব্বি মৃত্যুর ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে কদমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা বিষয়টিকে সামনে রেখে তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তারা করতে পারেন।

উল্লেখ্য, গতকাল দুপুরে রাজধানীর কদমতলী থানা এলাকার বিআইডব্লিউটিএর আওতাধীন শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে রাব্বির মৃত্যু হয়। জানা গেছে, ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করতে রাব্বি তার বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘোরাঘুরির একপর্যায়ে তারা কদমতলীতে অবস্থিত শ্যামপুর ইকোপার্কে যায়। সেখানে রাব্বি রোলার কোস্টারে ওঠে। রাইড চলার এক পর্যায়ে সে রোলার কোস্টার থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় রাব্বির। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।