ঈদের আগের দিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যায় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন নিহত ও আট জন আহত হয়েছেন। সোমবার (২ মে) ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- আবুল মালিথার ছেলে রহিম মালিথা (৫০), মৃত হোসেনের ছেলে কাশেম (৫০), আফজাল মন্ডলের ছেলে মতিয়ার মন্ডল (৪০) ও দাদ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৩০)।
জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী পক্ষের সাথে প্রতিপক্ষ ফজলু ও বারিক পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আগামীকাল ঈদ উদযাপন নিয়ে আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে একজন গুরুতর আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে কেরামত আলী পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর আবার হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এরপর হাসপাতালের নেওয়ার পথেই তিন জন মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনরে মৃত্যু হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আটকের ভয়ে উভয় পক্ষের পুরুষরা গ্রামের আশপাশে অবস্থান নিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান রতন জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।