সাইদুর রহমানের নামে ১১টি মাদক মামলা। সেই মামলায় আটক হয়ে কারাগারে গেছেন। পরে জামিনে মুক্তি পান। ঈদের পর মামলায় সাজা হতে পারে, এই দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই চিন্তা থেকেই আত্মহত্যার তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুকুরিয়া গ্রামে। গতকাল শনিবার রাতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাইদুর।
খবর পেয়ে আজ রোববার দুপুরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইদুরের স্ত্রী রওশন আরা জানান, শনিবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান তার স্বামী। গরমের কারণে তিনি ছেলেমেয়েকে নিয়ে ঘরের বাইরে বারান্দায় ঘুমান। পরে সেহরি খেতে উঠে দেখেন ঘরের আড়ার সঙ্গে তার স্বামী ফাঁস দিয়ে ঝুলে আছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সাইদুর একজন মাদক ব্যবসায়ী। তিনি কয়েক দিন আগেই জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন। তার নামে ১১টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ঈদের পরে এক মামলায় তার ১০ বছরের মতো সাজা হতে পারে। এ নিয়েই তিনি চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। মানসিক চাপ থেকেই সাইদুর আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের ধারণা। তারপরও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।