পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছে বলে জানিয়েছেন ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠজন অভিনেতা ডি এ তায়েব।
ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।’
পোস্টির সঙ্গে কিছু ছবি জুড়ে দেন তায়েব। যেখানে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।
এদিকে, আসছে ঈদে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।