বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ৭ কোটি রুপির সম্পত্তি জব্দ করেছে ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০০ কোটি রুপির প্রতারণা মামলা চলছে। ওই মামলার সংশ্লিষ্টতায় জ্যাকুলিনের সম্পত্তি জব্দ করা হয়। সুকেশের বিরুদ্ধে মামলাটি তদন্ত করছে ইডি।
ইডির ভাষ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে অর্জন করা ২০০ কোটি রুপি থেকে জ্যাকুলিনকে ৫ দশমিক ৭১ কোটি রুপি মূল্যের সম্পদ উপহার দিয়েছিলেন সুকেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তদন্তকারীদের কাছে জ্যাকুলিন স্বীকার করেছেন তিনি সুকেশের কাছ থেকে দেড় লাখ মার্কিন ডলার ঋণ নিয়েছেন।
এদিকে সুকেশের কাছ থেকে এই অভিনেত্রী ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া, একটি পার্সিয়ান বিড়াল (মূল্য ৯ লাখ রুপি), দামি কানের দুল এবং ব্রেসলেট উপহার পেয়েছেন। শুধু তাই নয় জ্যাকুলিনের বোন ও মাকেও বেশ দামি উপহার দিয়েছেন ওই প্রতারক। সুকেশের দাবি, বলিউড অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন।
আর জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন জানিয়েছিলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সুকেশের সঙ্গে তার চেনাজানা শুরু হয়। ২০২১ সালে সুকেশকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তাদের আর দেখা হয়নি।