এই সময়ের বেশ আলোচিত একটি নাম রুক্মিণী মৈত্র। নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ দর্শকের হৃদয়। এদিকে কুকুরের সঙ্গে একটি ঘৃণ্য কাজ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
“কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?” বাংলার জনপ্রিয় এই প্রবাদ তো সকলেরই চেনা। তবে টলিউডের দাপুটে অভিনেত্রী রুক্মিণী মৈত্র কিন্তু একবার কুকুরকেই কামড়ে দিয়েছিলেন!
পরবর্তীতে অনক্যামেরা সেই কথা স্বীকারও করেছিলেন তিনি। ‘কিশমিশ’-এর সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে রুক্মিণীর সেই অকপট স্বীকারোক্তি।
আসলে ২০১৭ সালে শাশ্বত চট্টোপাধ্যায় ‘অপুর সংসার’ নামে একটি টেলিভিশন শো হোস্ট করতেন। যা অনেকটা ‘কপিল শর্মা শো’-র ধাঁচে গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন সেলিব্রিটিরা উঁকি দিতেন সেই শোতে।
‘চ্যাম্প’ ছবি রিলিজের আগে ওই শোতে উপস্থিত হয়েছিলেন দেব এবং রুক্মিণী। সেখানেই অভিনেত্রী ফাঁস করেছিলেন এই চাঞ্চল্যকর ঘটনাটি।
একের পর এক কথার পরিপ্রেক্ষিতে এই ‘সারমেয় প্রসঙ্গ’ সামনে আসে। সে সময় রুক্মিণী বলেছিলেন, “আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। আমি উলটে ওকে কামড়ে দিয়েছিলাম।” মুখের কথা কেড়ে নিয়ে দেব বলেন, “আর কুকুরটা মারা গিয়েছিল!”
অবাক চোখে টলিউডের “অপুদা” অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় জানতে চেয়েছিলেন ঠিক কী ঘটেছিল। অভিনেত্রী বলেন, “আমি বাবা-মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম।
যে আঙ্কলের বাড়িতে গিয়েছিলাম তাঁর একটা অ্যালসশিয়ান আর পাহাড়ি কুকুরের মিক্সড ব্রিড ছিল। নাম ছিল বক্সি। এই সোফার মতোই বড় ছিল ও। মা-বাবারা একটা ঘরে ছিল। আমরা ছোটরা অন্য রুমে ছিলাম।”
তাঁর সংযোজন, “আমাকে দেখলেই বক্সি চেঁচিয়ে উঠছিল। আমি যাতে ভয় না পাই সেইজন্য আঙ্কল ওকে মাঝের একটা ঘরের জানলার সঙ্গে বেঁধে রেখেছিলেন। মাত্র সাড়ে চার বছর বয়স ছিল আমার।
কোনও একটা কারণে মায়ের কাছে যাচ্ছিলাম। আমি যে-ই ঘর থেকে বেরোচ্ছি তখনই ও ঘেউ ঘেউ করতে করতে গলার বকলস ছিঁড়ে এসে আমার উপর দাঁড়িয়ে পড়ে।
আমাকে ভালবাসতে এসেছিল, না কামড়াতে এসেছিল জানি না। তবে আমি ওর দাঁতগুলো দেখতে পাচ্ছিলাম। বক্সি আমাকে কিছু করার আগেই আমি ওকে কামড়ে দিয়েছিলাম।”
কাঁচুমাচু মুখ করে রুক্মিণী আরও বলেন, “পরে আমাকে খুব বকেছিল মা। পরে ১৪টা ইনজেকশন নিতে হয়েছিল আমাকে। আঙ্কল ফোন করে আমরা খবর নিয়েছিলেন।
সেই সময় মাকে জানিয়েছিলেন কুকুরটা মারা গিয়েছে। আমাকে সাবধানে রাখার কথাও বলেছিলেন।” কথা শুনে দেবকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন শাশ্বত।