ভাগ্য যেন নিজে ধরা দিল আর বিগ বস ১৩ বদলে দিয়েছে শেহনাজ গিলের জীবন। তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল।
সুদর্শনী শেহনাজ নিজেই জানান, তাকে সবাই পাঞ্জাবের ক্যাটরিনা বলে ডাকেন। শুধু কী তার রূপ, তার সারল্যে মজে যান সবাই। এ ঘরেই প্রেমে পড়েন শেহনাজ। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়নে মুগ্ধ ছিলেন সবাই।
কিন্তু বিগ বসে এরই মাঝে ঘটে দুর্ঘটনা। সিদ্ধার্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এর পর ফিরে আসেন। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এ জুটির আবেদন চিরন্তন। এরই মধ্যে কখনও পাঞ্জাবি ছবিতে কখনও ফটোশুটে ঝড় তোলেন শেহনাজ।
এবার শেহনাজ গিলের ভক্তরা পেল এক দারুণ খবর। শোনা যাচ্ছে, সালমান খানের ‘কোভি ঈদ কোভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে।
আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কোভি ঈদ কোভি দিওয়ালি’। এ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। এ ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে তা এখনও জানা যায়নি। ‘কোভি ঈদ কোভি দিওয়ালি’র হাত ধরেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের।