ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরবাইক ও আই ফোনের জন্য এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার হরিজন সেবাপল্লিতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম স্বাগতম চৌধুরী (২১)। স্বাগতম ওই এলাকার অনিল চৌধুরীর ছেলে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবক ঈদের বিশেষ ছাড়ে অনলাইনে আর ওয়ান ফাইভ মোটরবাইক ও আই ফোন কেনার টাকার জন্য বাবার কাছে টাকা আবদার করেছিল। তবে, তার বাবা পরে কিনে দিবেন বলে জানান। পরে এই অভিমানে ওই যু্বক চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
স্বাগতমের বাবা অনিল চৌধুরীর পেশায় সুইপার হলেও সম্পদে কোটিপতি। নগরীর পৌর শহরে দুইতলা বাড়ি রয়েছে। ওসি জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে গত কয়েক বছর ধরে স্বাগতম বাবার সঙ্গে থানা ও পুলিশ লাইনে কাজ করতেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ বেলা ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার করেন। পরে ওই আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।