ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাস-পিকআপভ্যানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান আরোহী তুষার রাজবংশী (৪৫) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এসময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী নিহত হয়। এ ঘটনায় বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীদের কেউই হতাহত হয়নি। বাস যাত্রীরা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
এদিকে এ ঘটনার পর থেকে বাস ড্রাইভার পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার পিকআপভ্যান ও বাসটিকে হাইওয়ে থেকে সড়িয়ে নেয়া হয়েছে। এরপর আবারও সড়ক যোগাযোগ সচল হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।