ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত ওই যুবকের নাম আশরাফ ইসলাম। তিনি পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা আবুল ফয়েজ মিয়ার ছেলে। এ সময় বুথ থেকে ব্যাগ, ছুরি, শাবল উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ ঘটনা ঘটেছে। ওই যুবকের দাবি, ঋণ পরিশোধের জন্য তিনি এ অপকর্মের আশ্রয় নিয়েছিলেন। তবে পরিবার বলছে, তিনি মানসিক রোগী। তাঁর চিকিৎসা চলছে।
ব্যাংক এশিয়া সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতাল রোডে তাদের একটি এটিএম বুথে ওই যুবক প্রবেশ করে প্রথমে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলার চেষ্টা করেন। তখন বাইরে থেকে অন্য এক নিরাপত্তাকর্মী বুথের ভেতর গিয়ে বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। এ অবস্থায় আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়
আটক আশরাফ পুলিশকে জানায়, তাঁর দুই লাখ টাকা ঋণ আছে। সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না। তাঁর বাবার নয়নপুরে তিনতলা বাড়ি এবং গ্রামে অনেক জমিজমা থাকলেও টাকা দিচ্ছিলেন না। ঋণ পরিশোধের জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।
এ জন্য তিনি ১৪০ টাকা দিয়ে ছুরি কেনেন। ধারণা ছিল, ছুরি দেখালে নিরাপত্তাকর্মী তাঁকে বুথের চাবি দিয়ে দেবেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব আল-হোসাইন জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন আশরাফ মানসিক রোগী। তাঁরা থানায় এসে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেখিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।