গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামীমা জাহান।
তিনি বলেন, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে পড়ে।
পরে ট্রেনচালক আমিনুল ইসলাম ইঞ্জিনটি ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশের স্টেশনে অবস্থান করছে।
স্টেশনমাস্টার শামীমা জাহান আরও বলেন, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।