চাকরি ছেড়ে নিশার ঈর্ষণীয় সাফল্য

প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে বেশিরভাগ শিক্ষার্থীই ভালো চাকরির খোঁজ করেন। কেউ কেউ এক্ষেত্রে সফল হলেও অনেকেই আবার অফিসের গৎবাঁধা নিয়ম মানিয়ে নিতে পারেন না।

তেমনই একজন গুজরাটের রাজকোটের বাসিন্দা নিশা হুসেন। সাব-রেজিস্ট্রার অফিসে কম্পিউটার অপারেটরের চাকরি ছেড়ে শুরু করেন চা বিক্রি। শুরুতে নিজের ব্যবসা আরম্ভ করার মতো টাকা তার কাছে ছিল না।

তখনই তিনি চায়ের ব্যবসা করার বিষয়টি ভাবেন। তার সাফল্যের মন্ত্র সবাইকে জানিয়ে চমকে দিয়েছেন। নিশা বিশ্বাস করেন যে কাজটিতে আপনি আনন্দ পান তা অবশ্যই করা উচিত।

লজ্জা নয় বরং গর্বের সঙ্গে করা উচিত। ছোটখাটো কাজ থেকেও ভালো টাকা আয় করা যায়। যে কোনো কাজ সাফল্যের দিকে নিয়ে যায়, তা যত ছোটই হোক না কেন। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।